নেত্রকোনা: মাদক বিক্রেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।
পূর্বধলা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয় বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে।
আটক ব্যক্তিরা হলেন- মিরাজ আলী ( বয়স ৫৫), নূর ইসলাম ( বয়স ৫০), ফরহাদ মিয়া ( বয়স ৪০), মতিন মিয়া ( বয়স ৪০), আনিসুজ্জামান টুটন ( বয়স ৪২), আজিজুল হক ( বয়স ৩৫), কমল খাঁ ( বয়স ৩৫), চন্দন চন্দ্র কর ( বয়স ৩২), আলম মিয়া ( বয়স ২৪) ও চুরি মামলার পলাতক আসামি ফজলুর রহমান ( বয়স ৪৫)। তারা পূর্বধলা-দুর্গাপুর উপজেলাসহ নেত্রকোনা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরায় অভিযান চালিয়ে নয় মাদক বিক্রেতা ও সেবনকানীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়।
এদিকে, উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নাগাইন গ্রাম থেকে পলাতক আসামি ফজলুরকে আটক করা হয়।