December 13, 2024

রংপুরে অনুমোদনহীন চায়না

Read Time:1 Minute, 50 Second

অভিযান রংপুর : রংপুরে অনুমোদনহীন চায়না ব্যাটারির একটি কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর সিগারেট কোম্পানি এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানার মালিককে জরিমানা না করে ১৫ দিনের মধ্যে লাইসেন্স করতে বলেছে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস।

বিএসটিআই সূত্রে জানাগেছে, রংপুরের বাহার কাছনা আদর্শপাড়ায় অবস্থিত এসএ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় চায়না লেখা বহুল প্রচারিত বাটার ফ্লাই,নিশান, জুফেইন,দাইয়ু ব্রান্ডের অটোগাড়িতে ব্যবহৃত পাউডার ব্যাটারির সন্ধান পাওয়া যায়। এসময় বিএসটিআই কর্তৃপক্ষ প্রতারণা পরিহার করে মান সম্মত লেবেল প্রস্তুত করে পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।উক্ত অভিযান পরিচালনায় অংশ নেন রংপুর বিএসটিআই এর সহকারি পরিচালক জাহিদুর রহমান, ফিল্ড অফিসার মেসবাহ- উল-হাসান ও মারুফা বেগম। এ সময় বিএসটিআই উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ বলেন, উক্ত প্রতিষ্ঠানে স্বত্তাধিকারিকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।আরসিএন২৪বিডি.কম / ২০ অক্টোবর ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৩০৪ কোটি টাকা লুটপাটে আসামি নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯জন
Next post ভর্তুকিমূল্যে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু