করোনা ভাইরাসে গোটা দেশ যখন আতঙ্কে তখন এটাকে পুঁজি করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেয়ায় রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারের ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘটে নেমেছে। ব্যবসায়ীদের ধর্মঘটে সচেতন মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার নগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় চাল, ডাল, তেল বিক্রির ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দোকানে কোন মূল্য তালিকা ছিলনা। বেশি দামে তারা চাল,ডাল বিক্রি করছিল। এছাড়া তারা মালামাল ক্রয়ের চালান দেখাতে পারেনি ভ্রাম্যমান আদালতকে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটে করে। ব্যবসায়ীদের এহেন আচরণে রংপুরের সচেতন মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
ক্রেতারা জানান, গত ৪ দিনের ব্যবধানে নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ৫০ কেজি বস্তার চালের দাম বাড়িয়েছে ৩ থেকে ৪০০ টাকা। সয়াবিন তেল ও ডালের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বাড়িয়েছে। এতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির খবরে মাঠে নামে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তর। তারা নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। নবাবগঞ্জ বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখেন। ব্যবসায়ীদের এমন কাজে নগরজুড়ে ক্ষোভ নিন্দার ঝড় উঠে।
নবাববগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, চালসহ অন্যন্য নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিার জন্য ব্যবসায়ীরা দায়ী নয়। যারা দাম বাড়াচ্ছে তাদের না ধরে সাধারণ ব্যবসয়ীদের জরিমানা করা হচ্ছে। এটি অন্যায়।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির জানান, আমরা ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের জরিমানা করেছি। তারা বেশি দামে পণ্য কিনেছেন এমন কোন চালান দেখাতে পারেননি।
আরসিএন ২৪ বিডি ডটকম / ২১ মার্চ ২০২০
আপডেট ৫:৩৩ পিএম
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু