রংপুর : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এর ঘোষ পাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর ৩ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে রংপুরের র্যাব- ১৩।
খন্দকার গোলাম মোর্ত্তূজা এএসপি মিডিয়া অফিসার র্যাব-১৩, রংপুর এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা আরো বলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ঘোষপাড়ায় অভিযান চালিয়ে আল্লাহর দল এর ৩ জন সক্রিয় সদস্য কে অনেক গুলো জিহাদী বই ও লিফলেটসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১) পঞ্চগড় জেলার বোদা থানার নগর কুমারী গ্রামের খায়রুল আকমের ছেলে আব্দুস সালাম(৩০),
২) রংপুর নগরীর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভগিবালাপাড়া মহল্লার মৃত সাদেক আলীর ছেলে সাজু মিয়া(৩০) ।
৩) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া এলার মৃত মজিবর রহমানের পুত্র সেকেন্দার আলী।
তিনি আরোও বলেন , গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান যায় ,
তারা ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” গাইবান্ধার কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করতো।
পাশাপাশি অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আরসিএন ২৪ বিডি ডটকম / ২১ ফেব্রুয়ারি ২০২০
আপডেট : ৬: ৫০ পিএম