মুন্সীগঞ্জ: সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ মুন্সীগঞ্জে। একটি পাথর বোঝাই ট্রাক থেকে।
ভোরে জেলার সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে থেকে এগুলো জব্দ করা হয় শনিবার (২৪ ডিসেম্বর)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুছ আলী জানান, শনিবার ভোরে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের সামনে পাথর বাঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা থেকে সাড়ে ৯শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে বিকেলে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন ওসি।