ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুরের রায়েরবাজার (৩২ ওয়াড) এর সুমন শিকদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই সময়ে ওই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সুমনের বন্ধু মারফতে জানা যায় , ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন ওই নিহত যুবক।
নিহত সুমন সিকদারের বাবা আনোয়ার আহমেদ তিনি পেশায় একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। নিহত সুমন ছিলেন তার পরিবারের সবার বড় সন্তান , তার ছোট দুই বোন রেখে চিরকালের জন্য চলে গেলেন। এমনি ভাবে নিহত সুমনের বন্ধু বলতে ছিলেন উপস্থিত সাংবাদিকদের। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে।
প্রত্যক্ষদর্শী নিহত সমনের বন্ধু জানান, ‘আমি, সুমন, রুবেল, আলামিন, ইমরান (মেসি) ও ইমরানসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলাম।
হঠাৎ অর্ধশত যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন আহত হলে আমরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে তাকে এভাবে হত্যা করলো, আমরা জানি না। হামলার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারিনি।’
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. প্রবাহ বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘আমাদের এখানে আনার আগেই সুমনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বুকের ডান পাশের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার পেটে, পায়ে ও পিঠসহ শরীরে বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে কেন কী কারণে তাকে হত্যা করা হয়েছে।
আরসিএন২৪বিডি ডটকম/ ২ ফেব্রুয়ারী ২০২০
অনলাইন আপডেট সময়ঃ ০৪ঃ৩৯ এ.এম.