লালমনিরহাট : লালমনিরহাটের তুষভান্ডার থেকে ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৩।
২৩ মে শনিবার ভোরে র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন তুষভান্ডার ইউপির তালুকবানী নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ কেজি শুকনা গাঁজা, ০১ টি কাভার্ড ভ্যান, ০৩ টি মোবাইল ফোন, ০৩ টি সিমকার্ড এবং নগদ ৩,২০০/- টাকাসহ ত ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন – ১। ড্রাইভার মোঃ তারেক মোলা (২৪), পিতা- মোঃ মজনু মোলা, সাং-নাটিয়া বাড়ি, ২। হেলপার মোঃ আকরাম শেখ (২০), পিতা- মোঃ শাহজাহান শেখ, সাং-শিবপুর, উভয়ঃ থানা- আমিনপুর, জেলা-পাবনা। গ্রেফতারকৃত আসামীরা এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য গাঁজা লালমনিরহাটের বড়খাদা নামক এলাকা থেকে ক্রয় করে অন্যান্য জেলায় বিক্রয়ের জন্য কাভার্ড ভ্যানে বহন করছিল। একইভাবে পূর্বেও তারা কাভার্ড ভ্যান ভর্তি পণ্যের আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৩ মে ২০২০
অনলাইন আপডেট : ২:৪৪ পিএম