রাজশাহী-RCN24BD: অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে লিপ্ত ৫১ জনকে আটক করেছে পুলিশ রাজশাহী মহানগরের চার থানা এলাকায় এ অভিযান চালানো হয়। ভোর ৬টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা অভিযান চালানো হয় বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।
ঐদিন দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
অন্যদিকে তিনি আরো জানান মহানগরের চার থানা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করে। এর মধ্যে বোয়ালিয়া থানা পুলিশ ১৭ জন, রাজপাড়া থানা পুলিশ ১৬ জন, মতিহার থানা পুলিশ ৯ জন, শাহ্ মখদুম থানা পুলিশ ৮ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
ঐদিকে আটক ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এ কথাও জানান ইফতে খায়ের আলম।