রংপুর ক্রাইম নিউজ ,গাইবান্ধা:
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ করার দায়ে মিজানুর রহমান (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গাইবান্ধা শিশু আদালতের বিচারক এম আলী আহমেদ বুধবার বিকালে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মরুয়াদহ গ্রামের আব্দুল মতিনের সন্তান ।
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন , ২০১৩ সালে দণ্ডপ্রাপ্ত এই যুবক প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে উক্ত ঘটনা নিয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
দায়েরকৃত মামলার তদন্ত শেষে মিজানুর রহমানকে অভিযুক্ত করে থানা পুলিশ সম্প্রতি আদালতে চাজশির্ট দাখিল করেন।
আরসিএন ২৪ বিডি/ ২১ মার্চ ২০১৮