September 23, 2023
সয়াবিন তেলের দাম বাড়ার আশঙ্কা

আগের দামেই মিলছে সয়াবিন তেল

Read Time:3 Minute, 11 Second

সরকার লিটারে ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করলেও বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

আগের মজুত শেষ না করে নতুন দামে তেলের সরবরাহ নিচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে পাড়া-মহল্লার দোকান বাদে বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ জুন দেশে ভোজ্যতেলের দাম কমার আভাস দিয়েছিলেন।

তবে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন ৯ জুন সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। সে হিসাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ২০৫ টাকা।

এ বিষয়ে দোকানিরা বলছেন, নতুন দাম নির্ধারণ হলেও বাজারে আগের দামের তেল রয়ে যাওয়ায় পুরনো দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

সবশেষ সিদ্ধান্তের আগে ৫ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৩৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা।

নতুন দর অনুয়ায়ী এক লিটার বোতলজাত সয়াবিনের দাম মিল গেটে ১৯৫, পরিবেশক পর্যায়ে ১৯৯ ও খুচরায় ২০৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল মিল গেটে ৯৫২, পরিবেশক পর্যায়ে ৯৭২ ও খুচরায় ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর খোলা সয়াবিন তেল লিটার প্রতি মিল গেটে ১৮০, পরিবেশক পর্যায়ে ১৮২ ও খুচরায় ১৮৫ টাকা দরে বিক্রি হবে। পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে মিল গেটে ১৫৩, পরিবেশক পর্যায়ে ১৫৫ ও খুচরায় ১৫৮ টাকা লিটার।

এক বছর আগেও বোতলজাত তেলের দাম ছিল ১৩৪ টাকা লিটার। গত ৬ ফেব্রুয়ারি তা নির্ধারণ করা হয় ১৬৮ টাকা। ব্যবসায়ীরা মার্চ মাস থেকে লিটারে আরও ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা দাম নির্ধারণ দাবি তোলেন। সরকার তাতে রাজি না হলে ওইদিন থেকেই বাজারে ভোজ্যতেল সরবরাহে দেখা দেয় ঘাটতি।

এরপর সরকার ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর থেকে ভ্যাট পুরোপুরি তুলে নেয়। আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহার করে নেয়া হয়। পরে গত ২০ মার্চ লিটারে ৮ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৬০ টাকা।

আরসিএন ২৪ বিডি / ১৬ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সভা Previous post কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সভা
রংপুরে মায়া অটো রাইস মিলে ভোক্তা অধিকারের অভিযান Next post রংপুরে মায়া অটো রাইস মিলে ভোক্তা অধিকারের অভিযান