ঢাকা: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। ইতিপূর্বে এ পরীক্ষার তারখি ১ ফেব্রুয়ারির (শনিবার) নির্ধারিত করা হয়েছিল। যা আবার পরিবর্তন করে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে রোববার নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেওয়ার কারণে আমরা পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরীক্ষার নতুন সময়সূচি রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরসিএন ২৪ বিডি ডট কম / ২০২০-০১-১৯
আপডেট: ৭:১৬:০২ এএম