মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ ঢাবি শাখার সাধারণ সম্পাদক আটক
ঢাকা: মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (২২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায়। এ ভাঙচুর করার সময় নুরসহ প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন ।
এদের মধ্যে ২২ ডিসেম্বর সন্ধ্যার পরে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জেনারেল আইসিইউতে রাখা হয়েছিল পরে ২৩ ডিসেম্বর ফারাবীর শারীরিক অবস্থার উন্নতির ফলে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
উক্ত ঘটনার জের ধরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে।
ডাকসু ভাঙচুর – আমরা অবরুদ্ধ- ভিপি নুরু
আরসিএন ২৪ বিডি / আপডেট ৩,৫২ পিএম / সোমবার ২৩ ডিসেম্বর