October 8, 2024
রংপুরে সাড়ে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

Read Time:1 Minute, 46 Second

চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৩ বছর করোনাসহ বিভিন্ন কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এ বৃত্তি পরীক্ষা নিতে হবে। তবে এ পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না। বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে।

প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষা। এ জন্য মোট শিক্ষার্থীর ১০ শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরসিএন ২৪ বিডি. কম / ৩ ডিসেম্বর ২০২২

  • সড়ক দূর্ঘটনায় ডোমারের আনসার সদস্যের মৃত্যু

    চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্ব আহত হয়েছিলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী রায়(৪০)।

    চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর গতকাল রবিবার (৬ অক্টোবর) রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে তিনি মারা যায়। নিহত কল্পনা রানী রায় জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ছিলেন।

    আজ সোমবার (৭ অক্টোবর) ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
    ডোমার উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, ঘটনার দিন গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপি অস্ত্রবিহীন ১০ দিনের প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ শেষে তিনি অফিসের কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এই সময়ে ডোমারের সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকার পৌঁছালে রাস্তায় তার মোটরসাইকেল স্লিপ কেটে ছিটকে পড়ে যায়। পরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে স্বজনরা তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৮০৮ জন। এছাড়াও একই সময়ে নতুন করে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৮৮ জনে।

    আজ সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪২৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, বরিশালে ১০২ জন, খুলনায় ৯১ জন, রাজশাহীতে ৬৮ জন ও ময়মনসিংহে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আর নতুন করে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৮৮ জন।

  • বরখাস্ত হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার।

    আজ সোমবার (৭ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

    এর আগে, গতকাল রবিবার (৬ অক্টোবর) তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    আজ সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ফেসবুকে সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে ঊর্মির দেওয়া পোস্টের জেরে গত দুইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনায় চলছে।

    গত শনিবার (৫ অক্টোবর) তাপসী তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছে তিনি। এত সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

    পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি সংবাদমাধ্যমকে জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।

  • সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

    গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গফুর আলী(৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

    মৃত গফুর আলী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের শ্বশুর মৃত মাছিম উল্ল্যার বাড়িতে ঘর জামাতা হিসেবে বসবাস করে আসছিলেন।

    স্থানীয়রা জানায়, গফুর আলীর বাড়ির বাহিরে বাঁশের সঙ্গে একটি বৈদ্যুতিক বাল্ব দেয়া ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ওই বাল্বটি নীচের দিকে ঝুলিয়ে পড়া দেখতে পায় গফুর আলী। দুর্ঘটনার আশঙ্কায় গফুর আলী তা ওপরে তুলে দিচ্ছিলেন।এর মধ্যে অসাবধানতা বশতঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজু কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • গাইবান্ধায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

    গাইবান্ধার সদরে ফেনসিডিলসহ মীম (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍‍্যাব। এই সময় ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতার মীম সদর উপজেলার কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকার মোঃ মনজুর রহমান মমিজুলের মেয়ে এবং মোঃ সাদিকুল ইসলামের স্ত্রী।

    গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকা থেকে ওইসব ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকার জনৈক প্লাবন মিয়ার বসত বাড়ী থেকে ১৪৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। এই সময় অপর আসামী সবুজপাড়া এলাকার মোঃ আলম মিয়ার ছেলে মোঃ প্লাবন মিয়া (৩৬) সুকৌশলে পালিয়ে যায়।
    সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বাংলাদেশের নেতৃত্ব পেলেন লিটন Previous post বাংলাদেশের নেতৃত্ব পেলেন লিটন
ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, পরিবারের মামলা Next post ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, পরিবারের মামলা