ঢাকা: শূন্য ঘোষিত গাইবাবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন ২১ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি আসনের উপ-নির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।
আরো খবর || প্রথম পাতা || ক্রাইম বিষয়ক সংবাদ পড়ুন ||
ইসি সচিব আরও জানান , গাইবাবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ঢাকা-১০ আসনটি ২৯ ডিসেম্বর, ১০ জানুয়ারি বাগেরহাট-৪ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এ অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলে ও ঢাকা-১০ আসনে ২৭ মার্চ এর মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
আরসিএন ২৪ বিডি ডটকম , ফেব্রুয়ারি ০৬, ২০২০