বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেতা রণবীর সিং, যে বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে এক্সপিরিমেন্ট করেন- একথা সবারই জানা। সম্প্রতি বিমানবন্দরে ‘অদ্ভূত পোশাকে’ ধরা পড়েছেন এই অভিনেতা। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি স্ত্রী দীপিকার পোশাক পরেই বিমানবন্দরে ধরা খেলেন রণবীর?
জানা গেছে, গতকাল শনিবার মুম্বাই বিমানবন্দরে অদ্ভূত পোশাকে ধরা পড়েন রণবীর। এ সময় তার পরনে ছিল পলকা ডট শার্ট, সঙ্গে স্ট্রাইপ প্যান্ট। মাথায় পলকা ডট প্রিন্টের টুপি। চোখে চশমা।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, রণবীর নিজেই তার ইনস্টা হ্যান্ডেলে তার নানান ফ্যাশন স্টেটমেন্টের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। শনিবার এই অভিনেতা যে পোশাকে ধরা পড়েছেন তেমন পোশাকে অবশ্য খুব কমই দেখা গেছে বলিউডের ‘খলজি’-কে। তবে স্কার্ট হোক কিংবা প্যান্ট, স্যুট সব কিছুতেই দিব্যি আত্মবিশ্বাসী ‘বাজিরাও’।
এদিকে রণবীরের এমন আজব স্টাইলে তার কিছু ভক্ত ফিদা। তবে কিছু লোকজন আবার সমালোচনা করতেও ছাড়েননি। সম্প্রতি নিজের নয়া লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের মশকরার শিকার হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামী।
কেউ লিখেছেন, ‘এটা আবার কী ধরনের পোশাক!’ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘দীপিকার পোশাক পরে নিয়েছেন নাকি?’ তবে আবার কেউ লিখেছেন, ‘এই না হলে রণবীর সিং।’
এর কিছুদিন আগে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা প্রায় একই ধরনের পোশাকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকেও।
প্রসঙ্গত, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে কবীর খান পরিচালিত ছবি ‘এইট্টি থ্রি’। যে ছবির জন্য কপিল দেবের লুকে তাক লাগিয়ে দিয়েছেন রণবীর।
সূত্র : ভারত -জি নিউজ
আরসিএন ২৪ বিডি ডট কম । ২৬ জানুয়ারি ২০২০
আপডেট ০১:৪০:১২ পিএম
বিনোদন ডেস্কঃ