October 13, 2024
মৃত্যুর আগে হজে যেতে চান মৌসুমী অভিনয় জীবনের ত্রিশ বছর পূর্ণ করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। দীর্ঘ এই সময়ে যেমন অনেক প্রশংসা কুড়িয়েছেন, তেমনই পেয়েছেন শ্রদ্ধা এবং ভালোবাসা। এবার বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে বেশ কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন এই বাংলা সিনেমার অভিনেত্রী। সেই তালিকায় আছে, মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া যাতে না হয়, দশর্কদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছে। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় অভিনেত্রী মৌসুমীকে প্রশ্ন করেন, ক্যামেরার সামনে শেষ কী বলবেন আপনি? প্রশ্নে উত্তরে মৌসুমী বলেন, প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। আমাকে যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। তবে আমি চাই না আমাকে আর কেউ দেখুক। মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী জানান, আমি মারা যাবার আগে হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরও বলেন, আমি মারা যাবার পর টিভিতে যা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়েছে সেগুলো ডিলিট করে দিবেন। শেষদিকে এই চিত্রনায়িকা আরো জানান, এছাড়া আমার কিছু ইচ্ছা আছে। যেমন- মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার কথা রয়েছে আমার সব ভক্তদের অনুরোধ করবো এটাকে সব সময় সচল রাখার জন্য।

মৃত্যুর আগে হজে যেতে চান মৌসুমী

Read Time:2 Minute, 17 Second

অভিনয় জীবনের ত্রিশ বছর পূর্ণ করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। দীর্ঘ এই সময়ে যেমন অনেক প্রশংসা কুড়িয়েছেন, তেমনই পেয়েছেন শ্রদ্ধা এবং ভালোবাসা।

এবার বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে বেশ কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন এই বাংলা সিনেমার অভিনেত্রী। সেই তালিকায় আছে, মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া যাতে না হয়, দশর্কদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছে।

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় অভিনেত্রী মৌসুমীকে প্রশ্ন করেন, ক্যামেরার সামনে শেষ কী বলবেন আপনি? প্রশ্নে উত্তরে মৌসুমী বলেন, প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। আমাকে যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। তবে আমি চাই না আমাকে আর কেউ দেখুক।

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী জানান, আমি মারা যাবার আগে হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।

ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরও বলেন, আমি মারা যাবার পর টিভিতে যা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়েছে সেগুলো ডিলিট করে দিবেন।

শেষদিকে এই চিত্রনায়িকা আরো জানান, এছাড়া আমার কিছু ইচ্ছা আছে। যেমন- মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার কথা রয়েছে আমার সব ভক্তদের অনুরোধ করবো এটাকে সব সময় সচল রাখার জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরের হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাভ Previous post রংপুরের হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাভ
তাপপ্রবাহের মাঝেও ধেয়ে আসছে ঝড় Next post আজ ৪৫-৮০ কিমি বেগে ঝড়ের আভাস