রংপুর:রংপুরের গাইবান্ধায় তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত ২ জন হলেন আলম (৩৫) ও সাদিয়া (৪)।নিহত আলমের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ও নিহত সাদিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।
রমেক হাসপাতালে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আলম গত ২১ ডিসেম্বর ও সাদিয়া গত ১৯ ডিসেম্বর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
ব্যায়াম ছাড়া ৭ দিনে ওজন কমানোর সহজ উপায় বা পদ্ধতি
এএফ/আরসিএন ২৪ বিডি /২৬ ডিসেম্বর ২০১৯