October 12, 2024
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

Read Time:2 Minute, 3 Second

সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৬ জন মারা গেছেন। এর মধ্যে ৮৩ জন অর্থাৎ অর্ধেকই সেপ্টেম্বর মাসে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশী। তাছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২,০৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৯,২৪১ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৪১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৪৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হিলিতে কমছে ভারতীয় পেঁয়াজের দাম Previous post হিলিতে কমছে ভারতীয় পেঁয়াজের দাম
গাইবান্ধায় বিষপানে একজনের মৃত্যু Next post গাইবান্ধায় বিষপানে একজনের মৃত্যু