October 8, 2024
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Read Time:2 Minute, 34 Second

গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। আর নিহত আরেকজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দা। অন্যদিকে এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৯ জনের মধ্যে ডিএনসিসি এলাকার ৯৬ জন ও ডিএসসিসি এলাকার ৭৩ জন রয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা বিভাগে ৬৮ জন, খুলনা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বরল পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২৪ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ডেন্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২,২৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৭১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫ জন, বরিশাল বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগাছায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু Previous post লালমনিরহাটে নর্দমায় পড়ে এক শিশুর মৃত্যু
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু Next post কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু