October 8, 2024
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে

Read Time:1 Minute, 36 Second

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও মোট ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৮১৯ জন।

এই সময় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯৯ জন রয়েছে।

এছাড়াও ঢাকা বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ১৭ জন এবং বরিশালে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬,৮১৯ জন। যাদের মধ্যে ৬৬.১ শতাংশ পুরুষ এবং ৩৩.৯ শতাংশ নারী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মিঠাপুকুরে এক যুবককে গলা কেটে হত্যা Previous post মিঠাপুকুরে এক যুবককে গলা কেটে হত্যা
আসাদুজ্জামান নূর গ্রেপ্তার Next post সাবেক এমপিসহ ৩৬০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা