July 16, 2024
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩ জন

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণের মৃত্যু

Read Time:2 Minute, 30 Second

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে সারাদেশে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। যা ১দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬১৮ জনে।

এর আগে গত ১৯ জুলাই ১দিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৩৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২,৬৯৪ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা হতে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ৯৮২ জন। ঢাকার বাইরে ১,৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন এবং ঢাকার বাইরের ৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি হতে আজ শনিবার ২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৭,৬৯৪ জন। তাদের মধ্যে শুধু ঢাকাতেই ৫৯,৫৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮,১০২ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮,৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫,২৩৩ জন এবং ঢাকার বাইরের ৬৩,২১১ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৪ জন গ্রেফতার Previous post রংপুর জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ১৪ জন গ্রেফতার
বেরোবি শিক্ষকরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে Next post বেরোবিতে র‌্যাগিংয়ে কঠোর হুঁশিয়ারি