April 20, 2024
দূর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষা করলেন এলাকাবাসী!

দূর্ঘটনার কবল থেকে ট্রেন রক্ষা করলেন এলাকাবাসী!

Read Time:3 Minute, 0 Second

রেল লাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা। এলাকাবাসীর প্রতিরোধে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল চিলাহাটি-খুলনাগামী “সীমান্ত এক্সপ্রেস” ট্রেনটি।

ঘটনাটি গতকাল বুধবার(১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া দোলা এলাকায় ঘটে। এই ঘটনায় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

এলাকাবাসী জানায়, রাতে ওই এলাকায় রেললাইনের লোহালস্কর খোলানোর শব্দ শুনতে পায় এলাকাবাসীরা। লাইট নিয়ে এগিয়ে গিয়ে দেখে একদল দুস্কৃতিকারীকে রেললাইনের ফিসপ্লেট পিন খুলছে। লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করলে পালিয়ে যান দুস্কৃতিকারীরা।

ওই গ্রামের রাজেশ্বর রায় (৩০) বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী “সীমান্ত এক্সপ্রেস” ট্রেনটি আসতেছিল। এই সময় ঘটনাস্থানে ৩০০ থেকে ৪০০ লোকজন উপস্থিত ছিলেন। তারা সকলে বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে মোট ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘন্টা পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি’।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখোয়াত হোসেন বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খেলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি’।

নীলফামারী স্টেশন মাস্টার মোঃ ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘন্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা “বরেন্দ্র এক্সপ্রেস” টেনটিও দেড় ঘন্টা আটকা পড়ে ডোমার স্টেশনেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নীলফামারীতে জামায়াতের ৩ জন নেতা গ্রেপ্তার Previous post কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২৬ জন
জাতীয় পার্টি আমাদের মিত্র, সহযোগী হিসেবে কাজ করছে Next post জাতীয় পার্টি আমাদের মিত্র, সহযোগী হিসেবে কাজ করছে