সারা জাহানের মালিক মহান আল্লাহ তা’আলার কাছে দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে।
বেলা ১১টা ৮মিনিটে শুরু হয় মোনাজাত আর এ সময় লাখো ধর্মপ্রান মুসল্লিদের ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো টঙ্গী ময়দানসহ আশপাশের এলাকা।
মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ।
রবিবার সকাল থেকে তীব্র শীত ও যাতায়াতের ভোগান্তি উপেক্ষা করে ইজতেমা আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো ধর্মপ্রান মুসল্লিদের ঢল নেমেছে।
দেশ-জাতির সমৃদ্ধির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে।এই সময় মুসল্লিরা ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত করে তোলেন।
রবিবার ফজর নামাজের পর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।
এদিকে, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।’ এছাড়া, সাদা পোশাকে মুসল্লিদের বেশেও নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আর ইজতেমা শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।
জি এম এম / আরসিএন ২৪ বিডি /জানুয়ারি ১২, ২০২০
আপডেট: ২০২০-০১-১২ ১২:৩০:১০ এএম
প্রকাশিত: ১১:৪৭