December 8, 2023
প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

Read Time:2 Minute, 5 Second

এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত করা হবে। এই বছর ঈদগাহ মাঠের প্যান্ডেলে ৩৫,০০০ ও সড়কে লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ময়দানে লাইট, ফ্যান, সিসি ক্যামেরা ও অজুর স্থান প্রস্তুত করার পাশাপাশি বৃষ্টির পানি ঠেকাতে ত্রিপল লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুম থাকছে ঈদগাহ ময়দান ঘিরে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিশাল এই মাঠ এরইমধ্যে সামিয়ানা দিয়ে ঢাকা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি, ভিআইপি জোন আলাদা করা হয়েছে। সিলিং ফ্যান এর সাথে টেবিল ফ্যান ও এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে ২টা ওয়াচ টাওয়ার।

আজ শুক্রবার সকালে পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জাতীয় ঈদগাহ মাঠে টহল দিতে দেখা গেছে। র‍্যাব পুলিশের ডগ স্কোয়াড, সোয়াত এবং বিভিন্ন বাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিটকেও কাজ করতে দেখা গেছে।

আয়োজকরা জানান, এই বছর রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ঈদের জামাতে অংশ নিতে পারেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকরাসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা নামাজে অংশ নিবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে এই বছর ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট Previous post বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার Next post লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার