October 13, 2024
মিয়ানমারে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে করে দেশটির বিপুলসংখ্যক বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে।

আবারো মিয়ানমার হতে পালাচ্ছেন মানুষ

Read Time:2 Minute, 30 Second

মিয়ানমারে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে করে দেশটির বিপুলসংখ্যক বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের মধ্যে হাজার হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন বলে থাই কর্মকর্তারা জানিয়েছেন।

২ বছরেরও বেশি সময় আগে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর হতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অস্থিরতা চলছে। মূলত অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ হতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার অশান্তি আরও বেড়ে যায়। আর এর ফলেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়।

থাইল্যান্ডের কর্মকর্তারা জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের মায়াওয়াদ্দি শহরের আশপাশের অঞ্চলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ চলছে। মিয়ানমারের এই অঞ্চলটি থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী এলাকা এবং এটি কায়িন নামে পরিচিত।

থাইল্যান্ডের তাক প্রাদেশিক কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, দশটি এলাকাজুড়ে ‘প্রায় ৩,৯৯৮ জন লোক থাইল্যান্ডে অস্থায়ী আশ্রয়ে পালিয়ে এসেছে’। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও কর্মকর্তারা জানান। সূত্র: আল জাজিরা

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একজন নার্সকে চড় মারার জেরে রোগীর স্বজনদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ করেন, নিহতের লাশও আটকে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। Previous post ফরিদপুরে নার্সকে থাপ্পর!
দিনাজপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু Next post নোয়াখালীতে বাস ও বাইকের সংঘর্ষ