June 2, 2023
ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নিয়ার তালিকার শীর্ষস্থান হারালো ইলন মাস্ক। সেই স্থানে এলেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ।

ইলন মাস্ক বিলিয়নিয়ার শীর্ষস্থান হারালেন

Read Time:2 Minute, 45 Second

ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নিয়ার তালিকার শীর্ষস্থান হারালো ইলন মাস্ক। সেই স্থানে এলেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ।

টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক এখন ২য় শীর্ষ বিলিয়নিয়ার, তার সম্পদের মূল্য আনুমানিক ১৮,০০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩,৯০০ কোটি ডলার কম।

মাস্কের হারিয়ে ফেলা স্থানটি এখন ফরাসি বিলাসী পণ্য জায়ান্ট এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁর। তার মোট সম্পদ গত বছরে ৫,০০০ কোটি ডলার বেড়ে ২১,১০০ কোটি ডলার হয়েছে।
অবশ্য মাস্কের অবস্থান হারানো অবাক হওয়ার মতো নয়। গত কয়েক মাস ধরে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ার’ তালিকায় প্রায়শ আহনোঁর কাছে ইলন মাস্ককে হারতে হয়েছে।

গতকাল মঙ্গলবার বার্ষিক এ তালিকা প্রকাশ করে ফোর্বস।

৪,৪০০ কোটি ডলারে টুইটার ক্রয়, টেসলার শেয়ার থেকে অর্থায়ন, বিনিয়োগকারীদের অনাস্থা মিলিয়ে মাস্কের সম্পদ কমেছে বলে সাময়িকীটি জানায়। টেসলা ওই বছর লোকসানের অনেকটা কাটিয়ে উঠলেও টুইটার কেনার আগের অবস্থান হতে তা উল্লেখযোগ্যভাবে কম।

মহাকাশ কোম্পানি স্পেসএক্স ধনকুবেরের জন্য আশীর্বাদ হয়েই ছিল। গত বছরে ১,৩০০ কোটি হতে ১৪,০০০ কোটি ডলারে বেড়েছে।

অবশ্য অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তালিকার যেকোনও বিলিয়নিয়ারের চেয়ে বেশি অর্থ হারিয়েছেন, ৫,৭০০ কোটি ডলার। তিনি আছেন ৩য় অবস্থানে। অ্যামাজনের শেয়ারে গত বছর ৪০% পতন হয়েছিল।

বেহনা আহনোঁ সম্পর্কে ফোর্বস জানান, তার বিলাসী পণ্যগুলো রেকর্ড মুনাফা করেছে। এর মধ্যে আছে লুই ভুতোঁ, টিফনি অ্যান্ড কোং ও ক্রিশ্চিয়ান ডিওর। এলভিএমএইচের শেয়ার গত বছরের তুলনায় ২৫% বেড়েছে।

ফোর্বসের এবারের তালিকায় মোট বিলিয়নিয়ারের সংখ্যা ২,৬৪০ জন, যা আগের বছর ছিল ২,৬৬৮ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নেশার টাকার প্রয়োজনে এবং জুয়া খেলে ঋণ হওয়ায় অটোচালক মোঃ কামরুল হাসানকে হত্যা করেছে আসামীরা। Previous post রংপুরে অটোচালক হত্যা
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় ৩ জন গ্রেপ্তার Next post ফরিদপুরে গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু