January 26, 2025
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Read Time:2 Minute, 36 Second

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার (১৪ মে ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

এই বিবৃতিতে বলা হয়েছে, দেহে করোনার উপসর্গ বোধ করায় শুক্রবার রাতে একদফা করোনা পরীক্ষা করান অর্ডার্ন। তাতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারপর শনিবার সকালে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান তিনি, সেখানেও ফলাফল ‘পজিটিভ’ আসে।

এর আগে গত ৮ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন জেসিন্ডা অর্ডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড। তার পর থেকেই আইসোলেশনে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী; কিন্তু তাতে শেষ রক্ষা হলো না। এক সপ্তাহের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা অর্ডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী যতদিন অনুপস্থিত থাকবেন. নিউজিল্যান্ডের উপ প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

পৃথক এক বিবৃতিতে নিজের অসুস্থতা সম্পর্কে হতাশা প্রকাশ করে জেসিন্ডা অর্ডার্ন বলেন, ‘চলতি সপ্তাহে পার্লামেন্টে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হবে এবং আমি হতাশ যে দু’টির কোনোটিতেই আমি থাকতে পারব না।

আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২

  • ঘন কুয়াশা ও ঠান্ডায় নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত

    ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।

    ভোর রাত থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে কমছে না শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষজন।

    এদিকে শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী ও গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো বিপাকে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপদে পড়েছেন পরিবারের সদস্যরা। শীত নিবারণে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে।

    কুয়াশার জন্য স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।

    সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানায়, আজ নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রী সেলসিয়াস।

  • তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!

    পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের মাত্রা। বছরের শুরুর দিনেই কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমালয় অঞ্চলের বিভিন্ন জেলাসহ তেঁতুলিয়া উপজেলা।

    তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা নিশ্চিত করে জানায়, বছরের শুরুতে আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

    রনচন্ডি ডেমগঞ্জ এলাকার ইউসুব আলী ও জলিল জানায়, কুয়াশার কারণে মরিচ গাছগুলো নেতিয়ে যাচ্ছে। ভালো ফলন পেতে হলে কুয়াশা দূরীকরণ স্প্রে করতে হবে।

    উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস জানায়, বেশি কুয়াশার ফলে মরিচ গাছে মাজরা পোকা আক্রমণ করে। রোদ না ওঠার কারণে পাতাগুলো সংকুচিত হয়ে যাওয়ায় এতে মাজরা পোকা বাসা তৈরি করে। এ থেকে রেহাই পেতে হলে কুয়াশা দূরীকরণ স্প্রে করতে হবে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৩১ ডিসেম্বর ৯টায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

  • পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনকে গ্রেপ্তার

    রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।

    জানা যায়, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন। এই সময় সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়। পরে তিনি আবারও গা-ঢাকা দেয়।

    গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর পালাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

    এই বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

  • ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার

    নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার টুনিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    আনোয়ারুল হক সরকার মিন্টু ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যানের ভাগনে।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটককৃত দুইজন ডিমলা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আজ (বৃহস্পতিবার) সকালে তাঁদের নীলফামারী আদালতে সোপর্দ করা হবে।

  • সাদুল্লাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহিল কবীর ফারুককে (৫০) গ্রেফতার করা হয়েছে।

    সদর থানা পুলিশ রবিবার (২২ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা পৌরসভার পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।

    এই ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানায়, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা-ভাংচুর ও আগুনের ঘটনায় জড়িত শহিদুল্যাহিল কবীর ফারুক। গোপন খবরে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) ভোরে তাকে জেলা শহরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

    তিনি জানায়, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মরলো ৪ গরু Previous post গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মরলো ৪ গরু
ম্যানসিটিকে গুনতে হবে জরিমানা Next post ম্যানসিটিকে গুনতে হবে জরিমানা