September 24, 2023
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Read Time:2 Minute, 36 Second

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার (১৪ মে ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

এই বিবৃতিতে বলা হয়েছে, দেহে করোনার উপসর্গ বোধ করায় শুক্রবার রাতে একদফা করোনা পরীক্ষা করান অর্ডার্ন। তাতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তারপর শনিবার সকালে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান তিনি, সেখানেও ফলাফল ‘পজিটিভ’ আসে।

এর আগে গত ৮ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন জেসিন্ডা অর্ডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড। তার পর থেকেই আইসোলেশনে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী; কিন্তু তাতে শেষ রক্ষা হলো না। এক সপ্তাহের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা অর্ডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী যতদিন অনুপস্থিত থাকবেন. নিউজিল্যান্ডের উপ প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

পৃথক এক বিবৃতিতে নিজের অসুস্থতা সম্পর্কে হতাশা প্রকাশ করে জেসিন্ডা অর্ডার্ন বলেন, ‘চলতি সপ্তাহে পার্লামেন্টে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হবে এবং আমি হতাশ যে দু’টির কোনোটিতেই আমি থাকতে পারব না।

আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২

  • নীলফামারীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নীলফামারী জেলার ডোমারে মোঃ মতিউর রহমান(১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ মতিউর রহমান সোনারায় টংবান্ধা এলাকার মোঃ ইসমাইল হোসেনর পুত্র।

    আজ রবিবার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকার নিহত মতিউরের নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে।

    স্থানীয়দের কাছে জানা যায়, মতিউরের বাবা ও মা নরসিংদীতে কাজ করেন। মতিউর তার ভাই ও বোনরা টংবান্ধায় থাকেন। রাতে সে খাবার খেয়ে তার নিজের ঘড়ে গিয়ে শুয়ে পড়ে। রাতদিন বৃষ্টি হওয়ায় বাড়ীর সকলেই দেরি করে ঘুম থেকে উঠে। তার বড়বোন মোছাঃ মর্জিনা আক্তার নাস্তা তৈরি করে তাকে ডাকতে গেলে ঘড় থেকে কোন শব্দ না পেয়ে জানালা দিয়ে তার বোন উকি মেরে দেখে তার ছোট ভাই ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলার মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্তের রিপোট হাতে আসলেই প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।

  • দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ

    দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে মোঃ আবুল কালাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় স্লুইসগেটের পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মোঃ আবুল কালাম। নিখোঁজ আবুল কালাম ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর পুত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নিখোঁজ কালাম। গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং স্লুইসগেট এলাকায় দল বেঁধে মাছ ধরে মানুষ।

    মোঃ আবুল কালাম আনুমানিক রাত ৩টায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকলের ধারণা করছে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় সে। পরে ভোর ৬টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও পাওয়া যায় নি।

    উদ্ধার অভিযান সম্পর্কে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব ভূঁঞা জানান, দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

    আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ সফল করতে জেলার অন্যান্য উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ।তাই তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে অবৈধভাবে বন্দি করেছে। বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় এই সরকারকে নিতে হবে।

    এই সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাবি করেন উপস্থিত বক্তারা।

  • চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু

    বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দরে বজ্রপাতে মোঃ রশিদুল ইসলাম বাবু নামে ১ জনের মৃত্যু হয়েছে।নিহত রশিদুল চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর পাড়ার মোখলেছার রহমানের ছেলে।

    আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর নামক স্থানে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকাল ৯টার দিকে রশিদুল ইসলাম বাবু বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরতে যায়। ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাপাতে ঘটনাস্থানেই রশিদুল ইসলাম বাবু নিহত হন।

    চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বজ্রপাতে নিহত মোঃ রশিদুল ইসলাম বাবুর পরিবারকে এককালীন ১০,০০০ টাকা সহায়তা প্রদান করেন।

  • তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে

    গত কয়েক দিনের ভারি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা চরের নিম্ন অঞ্চলের মানুষ আরেকবার বন্যা হবার আশঙ্কা করছেন।

    আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৭ সেন্টিমিটার, যা বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)। এর আগে সকাল ৯ টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদিন ইসলাম জানান, সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দেয়া হয়েছে।

    তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে আবারও পানিতে তলিয়ে টইটুম্বুর। পানি বৃদ্ধির ফলে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। রাস্তায় পানি উঠায় চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, পাটিকাপাড়া, সিন্দুর্না, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, নোহালী, শৈইলমারী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

    হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি ওঠতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় রাস্তা ডুবে গিয়ে চলাচলের সমস্যা দেখা দিয়েছে।

    হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ জানা, ভারি বৃষ্টিপাতের কারণে চর এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে গিয়েছে। চরের লোকজনের খোঁজখবর নেওয়া হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মরলো ৪ গরু Previous post গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মরলো ৪ গরু
ম্যানসিটিকে গুনতে হবে জরিমানা Next post ম্যানসিটিকে গুনতে হবে জরিমানা