March 23, 2023
জামিন পেলেন ইমরান খান

জামিন পেলেন ইমরান খান

Read Time:2 Minute, 6 Second

নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাক সংবাদমাধ্যমগুলো গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছিল, ইমরানকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। মার্চের ৩ তারিখ পর্যন্ত এটি বহাল থাকবে।

একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিতও করা হয়।

তবে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের অসংখ্য নেতা কর্মী।

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। যাকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়।

সোমবার তাকে ওই মামলায় হাজিরা দিতে দুপুর ২টায় লাহোর হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি আসেন সন্ধ্যার পর।

ইমরান খানের আইনজীবীরা আদালতকে জানান নিরাপত্তা শঙ্কা এবং জামান পার্কে অসংখ্য নেতা কর্মী হাজির হওয়ায় তিনি আসতে পারছেন না।

আরসিএন ২৪ বিডি. কম /২১ ফেব্রুয়ারী ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
লালমনিরহাটে পিকনিকে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু Previous post
মসিউরের কাছে রংপুরের ‘বহুত মানুষ’ টাকা পায় Next post মসিউরের কাছে রংপুরের ‘অনেক মানুষ’ টাকা পায়