October 13, 2024
সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

Read Time:1 Minute, 54 Second

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

জাতিসংঘ বলছে এই ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো পরিষ্কার না। এতে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

উদ্ধারকারীরা এখনও জীবিতদের জন্য ধ্বংসস্তূপের সন্ধান করছে। তবে ভূমিকম্পে প্রায় ১০০ ঘণ্টা পার হওয়ায় জীবিত মানুষ উদ্ধারের আশা ছেড়ে দিচ্ছে তারা। এদিকে শীতের কারণে বেঁচে থাকা হাজার হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। অনেকেই এখনও আশ্রয়, পানি এবং খাবার ছাড়াই রয়েছেন।

আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ১৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে সিরিয়ায় উদ্ধার হয়েছে ৩ হাজার ১৬২টি মরদেহ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখন ‘আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে।’এদিকে তুরস্কের সাধারণ মানুষ এখনো উদ্ধারকাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

তারা বলছেন, কিছু কিছু জায়গায় ভূমিকম্পের তিন দিন পর উদ্ধারকারীরা এসেছেন। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েও যারা জীবিত ছিলেন তারা তীব্র ঠাণ্ডা ও পানির অভাবে মারা গেছেন।

আরসিএন ২৪ বিডি. কম /১০ ফেব্রুয়ারী ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গোবিন্দগঞ্জে Hsc পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়শিক্ষার্থীর আত্মহত্যা Previous post গোবিন্দগঞ্জে Hsc পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে Next post সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে