March 23, 2023
ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই

Read Time:1 Minute, 36 Second

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার ছুঁয়েছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারী ) ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।

এদিকে বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ধসে পড়া ভবনে অনেকে আটকা পড়েছেন। সেখান থেকে তাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় তুরস্কে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আরসিএন ২৪ বিডি. কম /৮ ফেব্রুয়ারী ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী টিটু গ্রেফতার Previous post রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী টিটু গ্রেফতার
এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫ Next post এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫