ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
আজ (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটি কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তুমাকো থেকে উত্তর-পূর্বে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে ক্যালি শহরে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
দেশটির নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের ২০ জনের মৃত্যু হয়েছে।’
আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়ে ও আট বছরের একটি ছেলে শিশুও রয়েছে।
যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার ট্রাফিক এবং পরিবহন পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রিয়া বলছেন, বাস দুর্ঘটনার পেছনে তদন্তকারীরা ‘ব্রেক সিস্টেমে যান্ত্রিক ত্রুটিকে’ সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন।
আরসিএন ২৪ বিডি. কম / ১৬ অক্টোবর ২০২২
- তেঁতুলিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ!
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) সংবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৪ জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় তিনি।
এর আগে একই দিন সকালে জেলার তেঁতুলিয়া মডেল থানায় ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর চাচা ৪ জন তরুণের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা করেন।
গ্রেফতাররা হলেন, তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (২০), মাগুড়া দর্জিপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ নাহিদ হাসান (১৭ বছর), দর্জিপাড়া বাগানবাড়ি এলাকার সাইফুলের ছেলে মোঃ সাব্বির হোসেন (১৯) ও দর্জিপাড়া বাগানবাড়ি এলাকার আব্দুল জলিলের ছেলে রেদোয়ান হোসেন রতন (১৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায়।গত ৫ সেপ্টেম্বর তিনি বাসযোগে তেঁতুলিয়াতে আসে। সন্ধ্যায় তেঁতুলিয়া বাজার থেকে দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় দর্জিপাড়া গ্রামের বুড়া ঠাকুরের আস্তানায়। সেখানে একটি ঘরে রাতে আব্দুল্লাহসহ দুইজন তাকে ধর্ষণ করে। পরেরদিন ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দর্জিপাড়া ফরেস্টে নিয়ে আব্দুল্লাহ, নাহিদ, রতন ও সাব্বিরসহ ৬ থেকে ৭ জন তরুণ পালাক্রমে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এর মাঝে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই তরুণীকে দর্জিপাড়া ফরেস্টে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়। সীমান্ত এলাকায় হওয়ায় রাতেই বিজিবির সহযোগিতায় থানা পুলিশ অভিযান চালিয়ে এই ৪ জন তরুণকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে শনিবার (৭ সেপ্টেম্বর) তেঁতুলিয়া মডেল থানায় ওই কিশোরীর চাচা গ্রেফতার চার তরুণ ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আরো বলেন, আমরা যৌথ অভিযানে দ্রুত ধর্ষণের সঙ্গে জড়িতদের মধ্যে ৪ জন তরুণকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতাররাও আমাদের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। একই সঙ্গে অন্য আসামিদেরও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ইধরনের ঘটনা এড়াতে আমরা তৎপর আছি।
- জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে
জমি দখলের অভিযোগ করেছেন নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের বিরুদ্ধে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন উপজেলা শহরের ব্যবসায়ী মোঃ রিপন মিয়া। তিনি ওই উপজেলার উত্তর দুরাকুটি গ্রামের মৃত আবুজার রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে, উপজেলা জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের সাথে আমার সুসম্পর্ক ছিল। আমার চাচার সাথে রাজনীতি করায় তাঁকে (রশিদুল) আমি চাচা বলে মানি। গত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর বড় ছেলে রাশেদুজ্জামান মিল্টন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় টাকার প্রয়োজনে উপজেলার মাগুড়া চেকপোস্ট এলাকায় ২০ লক্ষ টাকায় ৯ শতাংশ জমি বিক্রি করেন আমার কাছে। সে সময়ে ওই জমি মোঃ রশিদুল ইসলাম আমাকে জমির দখল বুঝিয়ে দিয়ে রেজিস্ট্রি করে দেয়। এরপর আমি খাজনা খারিজ করে নেই। আমার ভোগদলে থাকা ওই জমি গত ৩১ আগষ্ট প্রভাব খাটিয়ে নিজ দখলে নেন। ওই জমিতে না যাওয়ার জন্য তিনি আমাকে বিভন্ন ধরণের হুমকী ও ভয়ভীতি প্রদর্শণ করছেন এবং আমার নামে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি একজন নিরিহ মানুষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর এমন অবৈধ অপচেষ্টার তীব্র নিন্দাসহ বিচার দাবি করছি।
এই সময় উত্তর দুরাকুটি গ্রামের এমদাদুল হক, রাজীব গ্রামের হোসেন আলী, মধ্য বাজিতপাড়া গ্রামের আসাদুজ্জামান জুয়েল, কলেজপাড়া গ্রামের ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন ।
অভিযোগ অস্বীকার করে উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই জমি রেজিস্ট্রি করার আগে সীমানা পিলার স্থাপন করে দখল বুঝিয়ে দিয়েছি। এখন সে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। কারণ সে সুদের ব্যবসা করে। সুদের ব্যবসায় অস্বাভাবিক টাকার দাবি করে এলাকার অনেক মানুষকে বিপদে ফেলেছে। আমি এসবের প্রতিবাদ করেছি।
- আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দিনাজপুরে ইজতেমা
তীব্র তাপদাহ উপেক্ষা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে ৩ দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে (বড়মাঠ) ইজতেমা মাঠে সমবেত হয় লক্ষাধিক মানুষ। বেলা সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে উঠে। প্যান্ডেল ছাড়িয়ে আশেপাশের ফাঁকা জায়গা ছাড়াও রাস্তায় দাঁড়িয়ে মুনাজাতে অংশ নিতে দেখা গেছে অনেক কেই।
মুনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের মুরব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মোঃ ওয়াসিকুল ইসলাম।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় এই মুনাজাত হয়। মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।
মুনাজাতে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবি করে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরিব্ব হাফেজ ওয়াজিবুল্লাহ।
এরপর সকাল সাড়ে ৯টা হতে মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করেন মোঃ হারুনুর রশিদ ও শিহাব উদ্দীন। এরপর মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি মোঃ ওয়াসিকুল ইসলাম।
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে তাবলীগ জামাতের আয়োজনে ৩ দিনব্যাপী জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৫ জন মারা গেছে।
আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর মোট ১৫,২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ ও ৩৮.৭ শতাংশ নারী।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে ১৩,৬০৩ জন ছাড়পত্র পেয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১,১৭৯ জন ডেঙ্গু রোগী।
- ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভার আয়োজন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা বাতিল ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁও জেলা কৃষকদল।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হল রুমে জেলা কৃষকদলের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
জেলা কৃষকদলের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নম্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এছাড়াও সভায় জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জলসহ জেলা উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা বক্তব্য দেয়।
এই সময় বক্তারা অতিদ্রুত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা বাতিলের দাবিসহ দেশে ফিরিয়ে আনার জন্য আগামীতে কর্মসূচির ঘোষণা করে দলটির নেতাকর্মীরা।