সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের তদন্ত চায় যুক্তরাষ্ট্র-ইইউ
ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকা সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহ মার্কিন নাগরিক ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার যথাযথ ও অনুপুঙ্খ তদন্তও দাবি করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিডস।
বুধবার (১১ মে ) এক টুইটবার্তায় টম নিডস বলেন, ‘মার্কিন-ফিলিস্তিনি সংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
আমি আশা করছি, ইসরায়েলের সরকার শিরিনের নিহত হওয়া ও অপর এক সাংবাদিক আহত হওয়র বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেবে এবং অনুপুঙ্খ তদন্ত করবে।’
এ ঘটনার তদন্ত দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। এক বিবৃতিতে ফিলিস্তিনের ইইউ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা মূল অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
নিহত সাংবাদিক শিরিন আবু আখলেহ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক ছিলেন।
বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর অঞ্চলের জেনিন শহরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযান চলার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন ৫১ বছর বয়সী এই সংবাদিক। এ সময় আলি সামৌদি নামে আরও এক ফিলিস্তিনি সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এক প্রতিবেদনে আলজাজিরা দাবি করেছে, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন শিরিন আবু আকলেহ। আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।
তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আল জাজিরার ওই সাংবাদিক সম্ভবত ফিলিস্তিনিদের গুলিতে নিহত হয়েছেন। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সহিংসতা বেড়ে যাওয়ায় সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী জেনিনে অভিযান জোরদার করেছে।
অরসিএন ২৪ বিডি / ১২০৫২০২২
আরোও খবর পড়ুন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে নয় জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন...
রাহুল গান্ধীর সাজা স্থগিতের আবেদন খারিজ
‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে মামলায় সাজার রায় স্থগিত রাখতে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।...
এই তীব্র তাপপ্রবাহে কম্বল বিতরণ!
বাংলাদেশ, মালয়েশিয়া, ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরম এবং দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ইতোমধ্যে...
ভারতে মদ খেয়ে ২০ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে মোট বিশ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল...
মার্কিন ঘাঁটিতে হামলা
পূর্ব সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা থাকেন। মার্কিন সেনাবাহিনী এই হামলার সংবাদ জানিয়েছে। তবে হামলায়...
হামাস ও হিজবুল্লাহ প্রধান কী আলোচনা করলেন?
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ দুইজনে সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার...
Average Rating