October 11, 2024
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ দুইজনে সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, ২ জন নেতা ইসরায়েল বিরোধী অক্ষের প্রতিরোধ প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।

হামাস ও হিজবুল্লাহ প্রধান কী আলোচনা করলেন?

Read Time:2 Minute, 3 Second

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ দুইজনে সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, ২ জন নেতা ইসরায়েল বিরোধী অক্ষের প্রতিরোধ প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া গত বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে ছিলেন। ইসরায়েল অভিযোগ তুলেছে, দক্ষিণ লেবানন হতে বৃহস্পতিবার হামাস অন্তত ৩৪টি রকেট ছোড়ে। লেবাননের দক্ষিণ অঞ্চল ইরান সমর্থিত শিয়া বিপ্লবীদের শক্তঘাঁটি।

হামাসের রকেট হামলার জবাবে গত শুক্রবার সকালে ইসরায়েল দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে হাসান নাসরুল্লাহ ও ইসমাইল হানিয়া প্রতিরোধের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ও সাম্প্রতিক অগ্রগতি লাভ করা ঘটনা নিয়ে পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

আল আরাবিয়ার খবর অনুসারে, হিজবুল্লাহর বিবৃতিতে প্রতিরোধ অক্ষ বলতে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইরান সমর্থিত ইসরায়েল বিরোধীদের উল্লেখ করা হয়েছে। ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুল্লাহ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে প্রতিরোধ ও কর্মসূচি বৃদ্ধি নিয়েও আলোচনা করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু Previous post ফুলপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁদাবাজি Next post মিঠাপুকুরে এসিল্যান্ড পরিচয় দিয়ে চাঁদাবাজি