
আপিলের আবেদন করেছেন সংসদ সদস্য হাজি সেলিম
দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে আপিলের আবেদন করেছেন সংসদ সদস্য হাজি সেলিম।
আজ মঙ্গলবার ( ২৪ মে ) তার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন।
হাজি সেলিমের আরেক আইনজীবী মো. তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট তাকে যে দণ্ড দিয়েছে, আবেদনে সেই দণ্ড বাতিল চাওয়া হয়েছে, একইসঙ্গে তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।”
উচ্চ আদালতের নির্দেশে গত রবিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন হাজি সেলিম।
বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরদিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
দুদকের করা অবৈধভাবে সম্পদ অর্জনের যে মামলায় হাজি সেলিমের সাজা হয়েছে, সেটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৪ অক্টোবর, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে।
পরের বছর ২৭ এপ্রিল বিশেষ আদালত তাকে দুই ধারায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
হাজি সেলিম এবং তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেয়। দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজি সেলিমের আপিল পুনরায় হাই কোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
সেই শুনানি শেষে গত বছরের ৯ মার্চ হাই কোর্ট একটি বেঞ্চ একটি ধারায় হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেয়। সেই সঙ্গে তাকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
আর আপিল বিচারাধীন থাকা অবস্থায় মারা যাওয়ায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমের আপিলটি বাতিল করা হয়।
পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টমণ্ডলীতে রয়েছেন। বিগত কমিটিতে তিনি সদস্য ছিলেন। তার আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
আরসিএন ২৪ বিডি / ২৪ মে ২০২২
- মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন
- ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
- তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
- রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
- মিঠাপুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত
আরোও খবর পড়ুন
ভাঙচুরের মামলায় বিএনপির নেতা কর্মী কারাগারে
ঠাকুরগাঁওয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় বিএনপির মোট ৩০ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা...
দিনাজপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা এবং ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১২সেপ্টম্বর)...
রংপুরে হাইকোটের স্বাক্ষর সীল জাল করে জামিন; প্রতারক গ্রেফতার
হাইকোটের স্বাক্ষর সীল জাল করে ভুয়া জামিন আদেশ তৈরী করে প্রতারনার অভিযোগে রংপুর আদালতের এক মোহরার সহ দুইজন প্রতারককে গ্রেফতার...
ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) অপহরণ ও ধর্ষণের দায়ে এক গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।...
২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে দীর্ঘ ২৩ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বুদা প্রামাণিককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার...
বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্যে করায় দিনাজপুর পৌর মেয়রকে তলব
দিনাজপুর পৌরসভার মেয়র এবং বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৪ আগস্ট সকাল...
Average Rating