March 23, 2023
কুড়িগ্রামে জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামে জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

Read Time:2 Minute, 14 Second

কুড়িগ্রাম সদর উপজেলায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল বাতেন (৪৮), মো. জাহিদুল ইসলাম (৪০), আবুল হোসেন (৪০), মোস্তাফিজার রহমান (৪৮) ও মো. বদিউজ্জামান (৪৫)

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারের উত্তর পাশে মেসার্স আর আর ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জন লাঠি ও দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল স্লোগান দিয়ে বেআইনিভাবে রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা বিনা উসকানিতে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ সদস্য আহত হওয়াসহ তাদের গাড়ির ক্ষতি হয়।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আর অভিযুক্ত আরও ৫ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরসিএন ২৪ বিডি. কম / ২৪ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না Previous post সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি – হাইকোর্ট
ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার Next post ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার