September 20, 2024
রংপুরে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা; গ্রেফতারি পরোয়ানা জারি,

রংপুরে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা; গ্রেফতারি পরোয়ানা জারি

Read Time:3 Minute, 3 Second

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল (৪১) ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন(৩৬) দুজনের বিরুদ্ধে রংপুরের আদালতে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নগরীর থানা রোড-২ এর বাসিন্দা অমিত বনিক নামে এক ব্যবসায়ী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন লোভনীয় অফারে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা রকম পণ্য সরবরাহের কথা বলে ২০২০ সালের ৫ ডিসেম্বর হতে পরবর্তী সময়ে তিন‌ দফায় ২০ লাখ ‌‌‌‌‌৪৬হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিপন সাহা জানান, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা করেনি আসামিরা। এ ঘটনায় টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণাদিসহ আদালতে মামলা দায়ের করা হয়।

আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ.এম আহসানুল হক শুনানি শেষে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী ব্যবসায়ী অমিত বণিক বলেন, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি ২০ লাখ ৪৬ হাজার ৯৮৫ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। পরে কোনো উপায় না পেয়ে মামলা করেছেন।

অমিত বণিক আরও জানান, ইভ্যালির মতো কিউকম লিমিটেড নামে একটি অনলাইন শপের চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ১১ লাখ ৫৫হাজার ২১৪ টাকার পণ্য অর্ডার করে তা না পাওয়ায় একই আদালতে কিউকম লিমিটেড এর সিইও রিপন মিয়া ও চীফ ডেলিভারি অফিসার তানোয়ার চৌধুরীর নামেও মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কিউকম লিমিটেড এর সিইও ও ডেলিভারি অফিসারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আরসিএন ২৪ বিডি / ১২০৫২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কার্টনের ভেতর মিলল ফেনসিডিল Previous post অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কার্টনের ভেতর মিলল ফেনসিডিল
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে Next post শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে