September 24, 2023
রংপুরে হাইকোটের স্বাক্ষর সীল জাল করে জামিন; প্রতারক গ্রেফতার

রংপুরে হাইকোটের স্বাক্ষর সীল জাল করে জামিন; প্রতারক গ্রেফতার

Read Time:2 Minute, 53 Second

হাইকোটের স্বাক্ষর সীল জাল করে ভুয়া জামিন আদেশ তৈরী করে প্রতারনার অভিযোগে রংপুর আদালতের এক মোহরার সহ দুইজন প্রতারককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ ব্যুরো অফ ইনভেসটিগেশন পিবিআই।

গতকাল বুধবার বিকেলে রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লায় অবস্থিত পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন।

পুলিশ সুপার জানান রংপুরের বদরগজ্ঞ থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কারাগারে আটক মোঃ আব্দুল মুমিনকে হাইকোর্ট হতে জামিনে মুক্তির ব্যবস্থা করে দেবে বলে টুক্তি করে রংপুর আদালতের মোহরার মোঃ আবুল হোসেন। সেই অনুযায়ী হাইকোর্টের আইনজীবী মোঃ আল আমিনের সহকারী ওয়াহেদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে মোঃ আবুল হোসেন। এরপর আবুল হোসেন জামিন করার জনস্য মামলার এজাহার , বাদীর অভিযোগ সহ অন্যান্য কাগজ পত্র জাল করে হাইকোর্টে ক্রিমিনাল মিস কেস নম্বর ৯৯/২০২৩ নং কাগজ পত্র প্রেরণ করলে ওই আইনজীবী তার জামিনের ব্যবস্থা করে দেন। কিন্তু পরে আবুল হোসেন মোহরারের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করে হাইকোট দেখতে পান দাখিল করা কাগজ পত্র ছিল জাল। আদালত নারী নির্যাতন মামলার আসামী মুনিমের জামিন বাতিল করে ঢাকার শাহবাগ থানায় মামলা দায়ের করে। সেই সঙ্গে মামলাটি তদন্তের জন্য রংপুর পিবিআইকে নির্দ্দেশ দেন।

পুলিশ সুপার মোঃ জাকির হোসেন জানান, আদালতের আদেশ পাবার পর পিবিআই গতকাল বুধবার রংপুর জেলার পীরগাছা উপজেলার ধনিরবাজারে আত্মগোপনে থাকা আসামী মোঃ আবুল হোসেন মোহরার ও তার সহযোগী মোঃ মোক্তার হোসেনকে গ্রেফতার করে। সেই সঙ্গে জালিয়াতির কাজে ব্যাবহৃত কম্পিউটার স্ক্যানার এবং প্রিন্টারসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু Previous post গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Next post লালমনিরহাটে ৬ জন জামায়াত নেতা গ্রেফতার