June 2, 2023
খালি পেটে রসুন ও মধু খেলে কী উপকার হয়?

খালি পেটে রসুন ও মধু খেলে কী উপকার হয়?

Read Time:3 Minute, 49 Second

আমাদের স্বাস্থ্য ভালো রাখতে রসুন কিংবা মধু গুরুত্ব কেমন সেটা সবারই জানা। বিশেষজ্ঞরা বলেন, রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে সুস্থ রাখতে নানাভাবে কাজ করে। রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এর সাথে রক্ত জমাট বাঁধতে কাজ করে।

নিয়মিত কাঁচা রসুন খাওয়ার অভ্যাস হলে আপনি অন্যদের থেকে অনেক বেশি সুস্থ থাকবেন, সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। কারণ কেবল খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, রসুনের রয়েছে ঔষধি অনেক গুণও। কাঁচা রসুন খাওয়া তো উপকারীই, তার সঙ্গে মধু যোগ করলে তা আরও অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। চলুন জেনে নেওয়া যাক রসুনের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার কি কি উপকারিতা-

পেটের সমস্যা কমাতে

রসুন ও মধুর মিশ্রণ ডায়রিয়াসহ পেটের যেকোনো সমস্যা সারাতে কাজ করে। শুধু এখানেই নয়, রসুনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সব ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে থাকে। শরীরের বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে খেতে পারেন রসুন ও মধু। এতে উপকার পাবেন খুব দ্রুতই। এই দুইটি উপাদানের মিশ্রণ নিয়মিত খেলে তা ধমনীতে জমে থাকা ফ্যাট ঝরাতে সাহায্য করে। পাশাপাশি উন্নতি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতারও। ঠান্ডা লেগে গলা ব্যথা হলেও খেতে পারেন রসুন-মধুর মিশ্রণ। এতে উপকার পাবেন আরও দ্রুত্ব।

ক্লান্তি দূর করতে

দিনশেষে ক্লান্তি আসবে এটাই খুব স্বাভাবিক। অনেকের শরীরে একটানা ক্লান্তি লেগে থাকে। কোনোভাবেই যেন সেই ক্লান্তি হতে মুক্তি পাওয়া যায় না। এই ক্লান্তি দূর করতে কাজ করে রসুন ও মধু। সেজন্য প্রথমে রসুনের দুই থেকে তিনটি কোয়া কুচিয়ে নিন। এরপর তার সঙ্গে এক টেবিল চামুচ মধু মেশান। এই মিশ্রণ প্রতিদিন খান। এতে ক্লান্তি দূর হবে খুব সহজেই। পাশাপাশি শরীরও থাকবে ফিট।

ফ্লু দূর করতে

ফ্লু সংক্রান্ত যেকোনো ধ্রনের অসুখ দূর করতে কার্যকরী হলো রসুন। অর্ধেক পেঁয়াজ কুচি, পাঁচ কোয়া রসুন কুচি, দুই টি শুকনো মরিচ কুচি, এক টেবিল চামচ আদা কুচি, ১ টি লেবুর রস এবং আপেল সাইডার ভিনেগার নিন। এরপর প্রথমে ১ টি পাত্রে রসুন, পেঁয়াজ, আদা এবং শুকনো মরিচ কুচি মিশিয়ে নিন। আলাদা একটি পাত্রে লেবু চিপে রস তৈরি করে রাখুন। এবার কুচানো উপকরণ এর সঙ্গে লেবুর রস মেশান। তারপর পরিমাণমতো ভিনেগার মিশিয়ে অন্তত ১ সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি ঢেকে রাখুন। গলা ব্যথা, সর্দি-কাশি এবং ফ্লুর সমস্যা দূর করতে নিয়মিত মিশ্রণ খান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নিখোঁজের প্রায় ২ বছর পর বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো এক প্রতিবন্ধী তরুণ নিখোঁজের প্রায় ২ বছর পর আইনি প্রক্রিয়া শেষে অবশেষে বাংলাদেশ থেকে ভারতের উত্তরপ্রদেশে ফিরেছেন দেশটির এক মানসিক প্রতিবন্ধী তরুণ সুভাষ। সন্তানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তার বাবা-মা। সুভাষের বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন তার বাবা লক্ষ্মণ প্রসাদ ও মা সুনীতা দেবি। তারা উত্তরপ্রদেশের রামনগর কণ্ডা গ্রামের বাসিন্দা। ২০২২ সালের আগষ্ট মাসে হঠাৎই বাংলাদেশ হতে ফোন যায় সুভাষের গ্রামের বাড়িতে। ফোনে জানানো হয় তাদের একমাত্র ছেলে বেঁচে আছে। এরপর থেকে বেশ কয়েক মাস ধরে গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থা নামে বাংলাদেশের বেসরকারি আশ্রয় কেন্দ্রে থাকা শুরু করে সুভাষ। সেখান থেকেই ভিডিওকলে ছেলের সঙ্গে কথাও বলেন তার বাবা-মা। অবশেষে গতকাল মঙ্গলবার, ২১ মার্চ বাংলাদেশ-ভারতের বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন সুভাষ। তাকে গ্রহণ করার জন্য ভারতের সীমান্তে তার বাবা-মাসহ গুজরাট রোটারী ক্লাব বারুচ এর সদস্য রিজওয়ানা শানকিন জামিনদারও উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাত বারোটার ট্রেনে উত্তরপ্রদেশে গ্রামের বাড়ির দিকে রওনা দেবেন তারা। ২০২১ সালের জুন মাসে নীলফামারী জেলার ডিমলা থেকে সুভাষকে উদ্ধার করা হয়। পরে নীলফামারী থানার পুলিশ কর্মকর্তাদের সহায়তায় ২০২১ সালে সুভাষকে ভর্তি করানো হয় রংপুর মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে। চিকিৎসা শেষে ওই বছরের ১৬ সেপ্টেম্বর সুভাষকে ছেড়ে দেওয়া হয়। পরে বাংলাদেশ সমাজসেবা অধিদফতরের তরফে গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সুভাষকে হস্তান্তর করা Previous post নিখোঁজের প্রায় ২ বছর পর বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো এক প্রতিবন্ধী তরুণ
গোবিন্দগঞ্জে শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার Next post ঢাকাতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১ জন