March 23, 2023
চোখ ওঠা সমস্যা হলে যা করবেন

চোখ ওঠা সমস্যা হলে যা করবেন

Read Time:3 Minute, 36 Second

চোখ ওঠা সমস্যা ১০-১৫ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে চোখ ওঠার সমস্যা দেখা দিলে ফেলে রাখা যাবে না। বরং নিতে হবে যত্ন।

আর তা না হলে ভোগান্তি বাড়তে পারে। চোখ ওঠার কারণচোখ ওঠার প্রধান কারণ হতে পারে ভাইরাস। এছাড়া ব্যাকটেরিয়ার আক্রমণেও দেখা দিতে পারে এই সমস্যা।

চোখ ওঠার সমস্যা দেখা দিলে চোখ লাল হয়ে যায়।থাকে ব্যথা ও খচখচে ভাব। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের কারণেই চোখ ওঠার সমস্যা দেখা দেয়। অপরিষ্কার জীবনযাপনের কারণে এই সমস্যা বেশি হয়।

চোখ ওঠার লক্ষণ

* চোখ লাল হয়ে যাওয়া* ঘুম থেকে ওঠলে চোখ আঠা আঠা লাগা* সব সময় চোখের ভেতর কিছু একটা পড়েছে এমন অনুভূতি।

* চোখ চুলকানো এবং জ্বালাপোড়া করা* আলোর দিকে তাকালে অস্বস্তি লাগা* সবকিছু ঘোলা ঘোলা দেখা* চোখ দিয়ে পানি পড়া।

* চোখের কোনায় ময়লা জমা

* চোখ ফুলে যাওয়া।চোখ ওঠার সমস্যায় করণীয়পানির ঝাপটা দিনসকালে ঘুম থেকে উঠে চোখে পরিষ্কার পানির ঝাপটা দিতে হবে। চোখে কোনো ধরনের নোংরা পানি, ধুলোবালি যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখুন। চোখ আঠালো হয়ে থাকলে বার বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

অকারণে চোখে হাত দেওয়া যাবে না।

সানগ্লাস ব্যবহার

আপনার চোখ আক্রান্ত হলে সেখান থেকে আরও অনেকের আক্রান্ত হওয়ার ভয় থাকে। তাই চোখ ওঠার সমস্যা দেখা দিলে সম্ভব হলে বাড়িতে থাকুন। যদি বাইরে বের হতে হয় তবে অবশ্যই সানগ্লাস পরে বের হবেন।

এটি আপনাকেও সুরক্ষিত রাখবে। রোদের কারণে চোখ ক্ষতিগ্রস্ত হবে না।কিছু বিষয় সতর্ক থাকুনচোখ ওঠা যেহেতু ছোঁয়াচে রোগ তাই আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে দূরে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির পোশাক, তোয়ালে, বিছানাপত্র অন্য কেউ ব্যবহার করবেন না।

সেইসাথে বিরত থাকতে হবে হ্যান্ডশেক বা জড়িয়ে ধরা থেকেও। অপরিষ্কার হাতে চোখ স্পর্শ করবেন না।

ড্রপ ব্যবহার করবেন

ভাইরাসের পর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। সেজন্য দিনে তিন-থেকে চারবার চোখের ড্রপ ব্যভহার করতে পারেন। ব্যাকটেরিয়ার সংক্রমণ না হলেও সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করার জন্য ড্রপ ব্যবহার করা যায়। চোখে চুলকানি থাকলে সেজন্য ওষুধ সেবন করতে হতে পারে।

তবেএ বিষয়ে আপনি সবটাই করবেন চিকিৎসকের পরামর্শ মেনে। নিজ থেকে কোনো ড্রপ বা ওষুধ ব্যবহার করবেন না। এতে উপকারের বদলে উল্টো আপনার ক্ষতি হতে পারে।

আরসিএন ২৪ বিডি / ২৯ সেপ্টেম্বর ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ভয়ানক ত্রুটি অ্যাপলের নতুন আইওএসে Previous post ভয়ানক ত্রুটি অ্যাপলের নতুন আইওএসে
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা Next post প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা