December 8, 2023
তারাবির নিয়ত

তারাবির নিয়ত

Read Time:1 Minute, 50 Second

রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হল তারাবি নামাজ। ফেকাহবিদদের মতে তারাবি নামাজের বিধান সুন্নাতে মুয়াক্কাদা। তারাবি নামাজের প্রচলন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হতেই ছিলো। তবে রাসুল (সা.) সব সময় তারাবির জামাতে অংশ নিতেন না উম্মতের উপর তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়।

আল্লাহর রাসুল (সা.) এর পর ইসলামের ২য় খলিফা হজরত হজরত ওমর (রা.) তারাবির নামাজ ২০ রাকাত নির্দিষ্ট করেন এবং মসজিদে জামাতে আদায়ের করার ব্যবস্থা করেন। এরপর হতে আজ পযন্ত তারাবি নামাজ জামাতে আদায়ের প্রচলন চলে আসছে।

তারাবি নামাজ যেহেতু একটি স্বতন্ত্র ইবাদত তাই আলাদা নিয়ত প্রয়োজন। তারাবি নামাজ যেহেতু বিশ রাকাত এবং পুরো বিশ রাকাত এক সঙ্গে ২ রাকাত করে করে আদায় করা হয়, তাই অনেকের মনে প্রশ্ন জাগে-‘তারাবির নামাজ পড়ার সময় শুরুতে একত্রে বিশ রাকাতের নিয়ত করে নিলেই হবে কি না?’

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা বলেন, তারাবির নামাজের শুরুতে একবারে ২০ রাকাতের নিয়ত করার মাধ্যমেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে যদি প্রতি দুই রাকাতের শুরুতে আলাদা আলাদা নিয়ত করা হয় তাহলে এটা উওম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার Previous post ঢাকায় মাদকবিরোধী অভিযান
ইসরায়েলি বাহিনী পবিত্র আল আকসা মসজিদে অভিযান Next post ইসরায়েলি বাহিনী পবিত্র আল আকসা মসজিদে অভিযান