September 23, 2023
নারী আসলে কিসে আটকায়” জানালেন সাদেকা তামান্না

নারী আসলে কিসে আটকায়” জানালেন সাদেকা তামান্না

Read Time:2 Minute, 47 Second

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়’ বিল গেটসের এর টাকায়!’ হাকিমির জনপ্রিয়তায়! হুমায়ন ফরিদীর ভালোবাসায়!’ তাহসানের কন্ঠে অথবা হৃতিক রোশানের স্মার্টনেসে!’ কোন কিছুই নারীকে আঁটকাইতে পারে নাই,নারী আসলে কিসে কাছে আঁটকায়?’ সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে।

এই কয়েকজনের বিচ্ছেদ নিয়ে সমালোচনার সহিত নারী কিসে আটকায় বলে নারীর দিকে ১টা বাজে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তখনি বেশ কয়েকজন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজন একেক সমাধান দিয়েছেন,দিয়েছেন ভিন্ন মতও।

তেমনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গর্বিত সন্তান সাদেকা তামান্না নিপা জানিয়েছেন আসলে নারী কিসে আটকায়! এই শিক্ষিকা একটি কবিতার মাধ্যমে সুন্দর সুশীলভাবে সঠিক জবাব তিনি দিয়েছেন, নারী আসলে কিসে আটকায়। এই প্রভাষক বলেছেন,যখন প্রশ্ন করো, “নারী কিসে আটকায়?” তখন সগৌরবে বলতে ইচ্ছা হয়, নারী আটকায় স্নেহে, কোন কোমল পরশ বা মায়ার টানে।

নারী আটকে যায় তোমাদের পুরুষদের অতিরিক্ত শাসনে, কিছু অভ্যাস আর নিয়ম মাফিক ছুঁড়ে ফেলার রুটিনে। নারী আটকে যায় সন্তান অথবা গৃহস্থালি কিছু তৈজসপত্রে, স্বামীর সেবায়, পরিবারের মায়ায়, গড়ে তোলা রাজত্বের মতো নিজের সংসার। খুব পর হয়ে আসা, নিজের সব ফেলে আসা দিনগুলোকে ভুলে, আটকে যায় নারী করুণ অভিমানে। স্বামীর কর্মস্থল, বাচ্চাদের স্কুল, সকাল বেলার নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর অন্যকে সুখী করার বাহানাতে, নিজের উপর চরম অবহেলা ছুঁড়ে দিয়ে, নারী আটকে যায় অগোছালো এক ফ্রেমের মধ্যে। যাপিত জীবনে নিজেকে ভুলে, এক সঙ্গে থেকে আসা পুরুষটার ঘামের গন্ধে, তার নিয়মমাফিক যত্নে নারী আটকে যায় গভীর আনমনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Previous post চুল কেটে গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
রাজারহাটে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু Next post ট্রাকের সাথে সংঘর্ষ একজন পিকআপ চালকের মৃত্যু