প্রিয় মানুষটি সত্যি বলছেন না মিথ্যা তা বুঝার উপায়
প্রিয় মানুষটি মিথ্যা বলছে কিনা বোঝা মুশকিল। তবে মানুষের শরীরের অঙ্গভঙ্গি লক্ষ্য করলে বোঝা যেতে পারে কথা বলার সময় তিনি সত্যি বলছেন না মিথ্যা!
হাত নাড়ানো
সাধারণত যখন কোনও মানুষ সত্যি কথা বলেন তখন কথা বলার আগে বা কথা বলার সঙ্গে সঙ্গে হাতের অঙ্গভঙ্গি বদল হয়। কিন্তু মিথ্যে কথা বললে কথা বলার কিছুক্ষণ পর বদল হয় হাতের অঙ্গভঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যে কথা বলার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনও কাল্পনিক ঘটনা নির্মাণ করতে হচ্ছে। তাই মস্তিষ্কের স্বাভাবিক অনুসারী ক্রিয়া কিছুটা ব্যহত হয়। সেই কারণেই দেরি হয় হাতের ভঙ্গিতে।
দৃষ্টি
অনেক সময় যারা মিথ্যা কথা বলেন তারা সরাসরি চোখের দিকে তাকাতে অস্বস্তি বোধ করেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে ৭০ শতাংশ ক্ষেত্রে মিথ্যে কথা বলার সময় সরাসরি চোখে চোখ রাখতে সঙ্কোচ বোধ করেন সংশ্লিষ্ট ব্যক্তি।
নড়াচড়া
কথা বলার সময় সামনে-পিছনে দোলা কিংবা এক দিকে ঘাড় কাত করে রাখা মিথ্যা কথা বলার সঙ্কেত হতে পারে। পাশাপাশি কোনও কোনও ব্যক্তি কোনও এক দিকের পায়ে ভর দিয়ে দাঁড়ান, বার বার ভিন্ন পায়ে ভর দিয়ে দাঁড়ানোও মিথ্যে কথা বলার লক্ষণ হতে পারে।
মুখভঙ্গি
কারও কারও মতে, ঠোঁট ভিতরের দিকে ঢুকিয়ে নেওয়া কিংবা ঠোঁট চেপে রাখার মতো বিষয় মিথ্যে কথা বলার লক্ষণ হতে পারে। বার বার ঢোঁক গেলা ও জিভ মুখের ভিতরে ঢুকিয়ে নেওয়াও মিথ্যা কথা বলার লক্ষণ হতে পারে।
গলার স্বর
কথা বলার সময়ে গলার স্বরের আকস্মিক পরিবর্তন মিথ্যে কথার ইঙ্গিত হতে পারে। অনেকের মতে, মানসিক চাপ বৃদ্ধি পেলে কিছু কিছু ক্ষেত্রে স্বরযন্ত্র শক্ত হয়ে যেতে পারে। তাই মিথ্যে কথা বলার সময়ে যদি কারও মানসিক চাপ তৈরি হয়। তবে কথা বলতে গেলে গলার স্বর মোটা কিংবা সরু হয়ে যেতে পারে।
তবে এই সবই তত্ত্বগত কথা। বাস্তবে এই ধরনের লক্ষণ দেখে কোনও ব্যক্তি সত্যি বলছেন না মিথ্যা, তা নিশ্চিত ভাবে বলা খুবই কঠিন।
আরসিএন২৪বিডি.কম /০৮০৫২০২২
জি এম এম / রাং
আরোও খবর পড়ুন
সাপে কামড়ালে কি করবেন?
সাপে কামড়ানোর উপদ্রবটি বর্তমানে বেশ বেড়েছে। অনেকে এ সময় আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বুঝতেই পারেন না এ ক্ষেত্রে তাদের কি...
ফিট থাকতে চাইলে এই ৫ অভ্যাস মেনে চলুন
প্রাত্যহিক জীবনের কাজের চাপ এভি দৌড়ঝাপের মধ্যে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। এর ফল ওজন বৃদ্ধি, ডায়বেটিসের...
দেশে চিরকুমারের সংখ্যা এবার জানা গেল
বাংলাদেশে সাধারণত ৫০ বছরের বেশি বয়সে হলে বিয়ে করার হার খুব কমে যায়। সেই হিসাবে ৫০ বছর বয়স পার হলেও...
বিয়ের আগে হবু স্ত্রী কাছে জেনে নিন কিছু প্রশ্নের উত্তর
মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। কিন্তু ঝোঁকের বসে বা আবেগ তাড়িত হয়ে বিয়ে করলে পরবর্তীসময়ে কিন্তু আফসোস করতে...
মধুর সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয় যেসব কারণে
ভালোবাসা আর বিশ্বাসে গড়া একটি সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে ছোট কিছু ভুলের জন্যও। অথচ প্রতিটি সম্পর্ক শুরু হয় একসাথে...
ধূমপানের থেকেও একাকিত্ব ক্ষতিকারক
একাকিত্ব একটি মহা গুরুতর সমস্যা। একাকিত্বের কিছু রূপ আছে, যেগুলো সম্পর্কে আমরা কথা বলি না। বেশিরভাগ মানুষই একাকিত্বের কাছে হেরে...
Average Rating