হঠাৎ করে কদর বেড়েছে ছাতার
ঢাকা সহ সারাদেশে দু-এক দিন পরপরই বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবেও বেলা-অবেলায় ঝরছে বৃষ্টি। ঝড়-বৃষ্টির দিনে ছাতার চাহিদা তুঙ্গে, বেড়েছে বিক্রি।
১০০ থেকে ৪০০ টাকার মধ্যেেই মিলছে ভালো মানের ছাতা। সহজে বহনযোগ্য, মান ও দামের কারণে ছোট ছাতার চাহিদা বেশি।
আজ শুক্রবার (১৩ মে) সরেজমিনে গুলিস্তান হল মার্কেট, বায়তুস সমির মার্কেট ও আল আমিন মার্কেট ঘুরে জানা গেছে, রহমান, শংকর, শরীফ, অ্যাটলাস ও মুন ব্র্যান্ডের ছাতার চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি। এদের মধ্যে চাহিদার শীর্ষে শংকর ছাতা।
এছাড়াও মদিনা, অলিম্পিক ও চেরিসহ নানান দেশি-বিদেশি ব্র্যান্ডের ছাতা পাওয়া যাচ্ছে। মে থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত ছাতার চাহিদা বেশি থাকে। চীন-থাইল্যান্ড থেকে কাপড় আনা হয়। পরে রাজধানীর চকবাজার ও ইমামগঞ্জে ছাতা তৈরি হয়। এছাড়াও চকবাজারে ছাতার ইমপোর্টার্স রয়েছে। সেখান থেকেই ছাতা সারাদেশে ছড়িয়ে পড়ে।
এছাড়াও সদরঘাটের বিভিন্ন মার্কেট ঘুরে জানা যায়, ছাতার বাজার এখন শংকর, মুন, শরীফ ও এটলাসের দখলে। বিদেশি ব্র্যান্ডের ছাতার চাহিদাও আছে।
দেশি ব্র্যান্ডের অ্যাটলাস ও শরীফ ছাতা টেকসই হলেও এখন শংকর ছাতা বেশি বিক্রি হচ্ছে। কেনা যাচ্ছে ১০০ থেকে ৪০০ টাকার মধ্যেই।
এক ভাঁজের ছাতার দাম ৩০০ টাকার মতো। আর দুই ভাঁজের ছাতাগুলো ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেশি যে ছাতাগুলো ভাঁজ ছাড়াই বন্ধ হবে সেগুলোর দাম ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। বয়স্ক ও শিশুভেদে ছাতার দাম কমবেশি আছে। শিশুদের ছাতাগুলো ১০০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
আরসিএন ২৪ বিডি / ১৩ মে ২০২২
আরোও খবর পড়ুন
সাপে কামড়ালে কি করবেন?
সাপে কামড়ানোর উপদ্রবটি বর্তমানে বেশ বেড়েছে। অনেকে এ সময় আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বুঝতেই পারেন না এ ক্ষেত্রে তাদের কি...
ফিট থাকতে চাইলে এই ৫ অভ্যাস মেনে চলুন
প্রাত্যহিক জীবনের কাজের চাপ এভি দৌড়ঝাপের মধ্যে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। এর ফল ওজন বৃদ্ধি, ডায়বেটিসের...
দেশে চিরকুমারের সংখ্যা এবার জানা গেল
বাংলাদেশে সাধারণত ৫০ বছরের বেশি বয়সে হলে বিয়ে করার হার খুব কমে যায়। সেই হিসাবে ৫০ বছর বয়স পার হলেও...
বিয়ের আগে হবু স্ত্রী কাছে জেনে নিন কিছু প্রশ্নের উত্তর
মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। কিন্তু ঝোঁকের বসে বা আবেগ তাড়িত হয়ে বিয়ে করলে পরবর্তীসময়ে কিন্তু আফসোস করতে...
মধুর সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয় যেসব কারণে
ভালোবাসা আর বিশ্বাসে গড়া একটি সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে ছোট কিছু ভুলের জন্যও। অথচ প্রতিটি সম্পর্ক শুরু হয় একসাথে...
ধূমপানের থেকেও একাকিত্ব ক্ষতিকারক
একাকিত্ব একটি মহা গুরুতর সমস্যা। একাকিত্বের কিছু রূপ আছে, যেগুলো সম্পর্কে আমরা কথা বলি না। বেশিরভাগ মানুষই একাকিত্বের কাছে হেরে...
Average Rating