রংপুর : রংপুর পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন এর সমন্বয়ে খোকসা ঘাঘট নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো এ উচ্ছেদ অভিযান রংপুরের পার্কের মোড় এলাকায় পরিচালনা করা হয়েছে।
এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) উক্ত এলাকায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। সারা দেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, রংপুর শহরের গুরুত্বপূর্ণ শ্যামাসুন্দরী খাল ও খোকসা ঘাঘটে প্রাথমিকভাবে ১৬ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে।
এই তালিকার মধ্যে থেকে সোমবার কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর সম্পূর্ণভাবে উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
এ এফ / আরসিএন ২৪ বিডি ডট কম /২০১৯-১২-২৪/
আপডেট: ০৬:১৭:২০ পিএম