এ ঘটনায় মিজানুর রহমান (৪৫) ও একরামুল হক (৪০) নামে দুই ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে দিনাজপুরের পার্শ্ববর্তী খানসামা উপজেলার পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধদের অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
ছগান মিয়ার বাড়িতে ২৬ অক্টোবর (শনিবার ) সকাল সাড়ে ৯টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিভাতে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হয়।
এ অগ্নিকাণ্ডে ওইসব পরিবারের ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা, বলে স্থানীয়রা জানিয়েছে। জাগ্রত সোনারায় নামে একটি সংগঠন ঘটনার পরপরই অগ্নিদগ্ধ পরিবারের মধ্যে খাবার ও নগদ টাকা বিতরণ করে।
বাদশা মাসকুদ আলম উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি।
সময়: অক্টোবর ২৬, ২০১৯