March 23, 2023
আজ থেকে আবারও নতুন সময়সূচিতে অফিস

আজ থেকে আবারও নতুন সময়সূচিতে অফিস

Read Time:2 Minute, 10 Second

ডেস্ক : আজ মঙ্গলবার থেকে আবারও নতুন সময়সূচিতে চলছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন এই নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরআগে,গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান।

তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯টা থেকে ৪টা নির্ধারণ করলো। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়; যা গতকাল সোমবার পর্যন্ত চলমান ছিল।

আরসিএন২৪বিডি.কম / ১৫ নভেম্বর ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোস্তফা Previous post রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোস্তফা
পঞ্চগড়ে আসামীকে ছিনিয়ে নেয়ার সময় চার পুলিশ আহত Next post লালমনিরহাটে ৫২ কেজি গাঁজাসহ আটক ১