ইউএই’র নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তার নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএই’র নতুন প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, এই পদে আপনাকে নির্বাচন করা এটাই প্রমাণ করে যে— আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা এবং বিচক্ষণতা ও দূরদর্শীতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও ইউএই’র জনগণের গভীর আস্থা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।
বার্তায় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন যে, ১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।
তিনি বলেন, আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক আজ পারস্পরিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দু’দেশের মধ্যে মানব সম্পদ, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
দৃঢ় আস্থা ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, দু’দেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরো গভীর হবে এবং অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
শেখ হাসিনা ইউএই’র নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি ইউএই’র ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
আরসিএন ২৪ বিডি / ১৬ মে ২০২২
- দিনাজপুরে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কা একজন নিহত
- দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
- র্যাবের হাতে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালকের মৃত্যু
আরোও খবর পড়ুন
একাধিক গাড়ি থাকলে বাড়তি কর দিতে হবে
যত বেশি জ্বালানি ব্যবহার হয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আবার ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে সংকট রয়েছে। এই অবস্থায়...
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন হতে ৪র্থ বর্ষের পরীক্ষা...
লোডশেডিং নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে জানান, ‘দেশে তীব্র তাপদায়ের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। ফলে...
মঙ্গল শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হতে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল নয়টা ৮ মিনিটে বের করা হয় এ বর্ণাঢ্য এ শোভাযাত্রা।...
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না
ঈদুল ফিতরে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে...
রমজানে মানুষ শান্তিতে আছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৭শত, সরকার প্রতি মাসে হতে আটশো কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দরিদ্র মানুষের মাঝে বিক্রি করছে।...
Average Rating