জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। জামিনের আবেদন খারিজ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানালেন, ‘খালেদা জিয়ার তেমন কোনও গুরুতর অসুস্থ নন। এই কারণে আদালত তাকে জামিন দেননি।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী।
তিনি বলেন, ‘আইনজীবীদের বক্তব্য শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি তেমন কোন গুরুতর অসুস্থ নন। এই কারণে আদালত তাকে জামিন দেননি।’
তিনি বলেন, বিএনপি নেতাদের এই দেশের আইন বা কোন প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা নেই, এটা তাদের কাজকর্ম ও কথাবার্তায় বুঝিয়েছেন। তাদের বিপক্ষে কোন আদেশ ও রায় গেলে তারা- এটা মানি না. ওটা মানি না. ও এটা ঠিক না. ওটা ঠিক না বলেন। তারা কয়েকজন সমর্থক নিয়ে নিজেদের গদি ঠিক রাখার জন্য এসব কথাবার্তা বলছেন।’
পরে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থাপন করেন তিনি।
পরে সেখানে এক অনুষ্ঠানে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। কিন্ত বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির দোশররা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র ও ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন।
খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ
জি এম /আরসিএন টুয়েন্টিফোর বিডি ডট কম/১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার