লালমনিরহাট-RCN24BD:ট্রাক এর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সামিয়া নামে পাঁচ মাস বয়সী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সামিয়ার মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন।
সামিয়া উপজেলার ভুল্যারহাট গ্রামের কামরুজ্জামানের মেয়ে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানিয়া এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর ভর্তি ট্রাক ভোটমারী যাচ্ছিলো।পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পৌঁছালে ট্রাকটি একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা খাদে পড়ে যায়। এ সময় মা পারভীন আক্তারের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সামিয়া। এতে ঘটনাস্থলে সামিয়া নিহত হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত জানান, ঘাতক ট্রাকটি স্থানীয়রা ধাওয়া করে আটক করে থানায় জমা দিয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।