দিনাজপুর-RCN24BD:ববিতা শীল (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপা দেয়ায়।
উপজেলার ঈশানিয়া ইউনিয়নের ডকচাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে।
সে সেতাবগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী ছিল।ববিতা উপজেলার ঈশানিয়া ইউনিয়নের দিনেশ শীলের মেয়ে।